ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৫
শেয়ার :
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় ২৩১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ফলে ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

স্থানীয় সময় রোববার (৯ নভেম্বর) ১০টা ৪১ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে। 

বায়ুগুণমান সূচক অনুযায়ী, বায়ুদূষণের তালিকায় আজ ৫৬৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ভারতের দিল্লি। এর পর ৩১৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর এবং তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, স্কোর ২৭৫।

এ ছাড়া স্কোর ১৯০ নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা এবং ১৭৩ স্কোর নিয়ে পাকিস্তানের আরেক শহর করাচি তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

আমাদের সময়/এএস