গাজীপুরে নতুন জেলা প্রশাসক আজাদ জাহান
মধ্যরাতে গাজীপুরসহ দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে গাজীপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আজাদ জাহান।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
একইদিন গাজীপুরের বর্তমান জেলা প্রশাসক নাফিসা আরেফীনকে উপসচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ভোলা জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহানকে গাজীপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে ভোলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি কুষ্টিয়ার মিরপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন গাজীপুরের নতুন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
উল্লেখ্য, তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় জন্মগ্রহণ করেন।
আমাদের সময়/আরআর