গভীর রাতে বংশালের মিষ্টির দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫, ০৫:১৬
শেয়ার :
গভীর রাতে বংশালের মিষ্টির দোকানে আগুন

পুরান ঢাকার বংশাল এলাকার একটি মিষ্টির দোকানে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ওই দোকানে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টা চেষ্টার পর ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।অগ্নিকাণ্ডের ঘটনায় হতাততের কোনো খবর পাওয়া যায়নি।