আরচারিতে চপলের স্বপ্ন

ক্রীড়া প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৯
শেয়ার :
আরচারিতে চপলের স্বপ্ন

প্রথমবারের মতো ওয়ার্ল্ড আরচারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। গতকাল ঢাকায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার কংগ্রেস ও ভোট অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচনে দক্ষিণ কোরিয়ার থমাস হানকে ২৯-৯ ভোটে হারিয়ে দেন চপল।

এশিয়ান আরচারির বর্তমান সাধারণ সম্পাদক থমাস হান। বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট তিনি।

সভাপতি পদে জয়ী হওয়ার পর কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমার আত্মবিশ্বাস ছিল। তবে অতি আত্মবিশ্বাস ছিল না। কারণ গতকাল (পরশু) রাতে আমরা চারটা সার্ভে রিপোর্ট পেয়েছি যে, আমি কত ভোট পেতে পারি। চারটা গ্রুপই আমাকে রেজাল্ট দিল ২৯ ভোট পাব। পঞ্চমবারেও ফাইনালি রিপোর্টে পেলাম ২৯ ভোটই পাচ্ছি। এটি একটি বিরল দৃষ্টান্ত। এশিয়ান আরচারি ফেডারেশনের ইতিহাসে এত বড় ঘটনা আর কখনও ঘটেনি। ভোটের এত ব্যবধান কখনও হয়নি।

সবাই মনে করেছিল আমি হয়তো ২০-২১ ভোট পাব। কিন্তু আমি এতটাই আত্মবিশ্বাস ছিলাম যে, আমাকে এতটাই ভালোবাসে তারা, এর প্রমাণ আজ পেয়ে গেলাম।’

তিনি আরও বলেন, ‘এটা বাংলাদেশের বড় অর্জন। কারণ আমরা রাজনৈতিকভাবে কখনও আপস করিনি। আমাদের ফেডারেশন এখনও নন-পলিটিক্যাল। আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। একটু আগেও যখন ভোটাভুটি চলছিল, তখন আমি সেক্রেটারিকে বলছিলাম, আমরা পলিটিকস ঘৃণা করি। কিন্তু আমরা কূটনৈতিক সম্পর্ক তৈরি করি। আজকের বিজয়টি আমাদের কূটনৈতিক বিজয়।’

চপল বলেন, ‘আমার একটা স্বপ্ন ছিল একটা দেশকে হারাব। সেই দেশকে হারিয়েছি। অনেক বড় বড় দেশকে হারিয়েছি। আরেকটি দেশ দরকার যারা বিশ্বের এক নম্বর। এখন তাদের নাম উচ্চারণ করব না। আপনারা বুঝে নেন। ওটা হারাতে পারলে একটা বড় অর্জন হবে। ইনশাল্লাহ। এশিয়ার মধ্যে বাংলাদেশ সহসাই এক নম্বরে পৌঁছে যাবে।’

খেলোয়াড়দের নিয়ে চপল বলেন, ‘আজ পর্যন্ত বাংলাদেশ আরচারি ফেডারেশন এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বা এমন কোনো আচরণ দেখায়নি, যেখানে আরচাররা বঞ্চিত হয়।

আমাদের সিদ্ধান্ত যে সঠিক, সেটি আজ পেয়ে গেছেন আপনারা। কারণ আমরা বাংলাদেশের আরচারদের নিয়ে যে চিন্তাটুকু করি, বাংলাদেশের অন্যদের নিয়েও একই চিন্তা করি।

আমরা তাদের দৃষ্টান্ত হিসেবে নিই। তারা যে সুযোগ-সুবিধাগুলো পায়, সেগুলো দেওয়ার চেষ্টা করি। আমরা যে সংগঠক হিসেবে সফল, সেটি প্রমাণ হয়েছে। শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়াসহ আফ্রিকাতেও কাজ করেছি আমরা। আমি ইনশাআল্লাহ যুক্তরাষ্ট্রেও কাজ করব।’

বাংলাদেশসহ এশিয়ার সব দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান চপল, ‘আমি বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, যেটি কেউ কল্পনা করেনি। পাশাপাশি এশিয়ার মানটাও বিশ্বমানে নিয়ে যেতে চাই। এশিয়াতে একটি দেশ প্রাধান্য বিস্তার করবে, সেটা না। আমরা চাই প্রতিটি দেশ যেন উন্নতির শিখরে উঠতে পারে।’ প্রতি বছর বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনও করতে চান চপল, ‘টুর্নামেন্ট করা সহজ, কিন্তু সফল করা কঠিন। আমি চাই বাংলাদেশে প্রতি বছর একটা করে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করতে। এটা করতে পারলে বাংলাদেশ একসময় কোরিয়ার পর্যায়ে চলে যাবে।’ এ ছাড়া আজকের নির্বাচনে বাংলাদেশের আরও দুই নির্বাচিত হয়েছেন। এশিয়া প্যারা আরচারির সভাপতি হয়েছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। আর এশিয়ান আরচারির কোচেস কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন আরচার কোচ নূরে আলম।

আরও পড়ুন:

বিপাকে আলভেস