৯০ বছর বয়সী পুতুল পেল নতুন ঘর

চাঁদপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ০৮:৫০
শেয়ার :
৯০ বছর বয়সী পুতুল পেল নতুন ঘর

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক সহযোগিতায় ৯০ বছর বয়সী অসহায় পুতুল দাস পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

গতকাল শনিবার দুপুরে শহরের উকিলপাড়া মুচি বাড়িতে অসহায় পুতুলের জরাজীর্ণ ঘরটি সরেজমিন নির্মাণকাজ পরিদর্শন করেন যুবদল নেতা আকাশসহ অন্যরা।

জানা গেছে, সম্প্রতি পুতুল পরিবারের জরাজীর্ণ ঘরের ছবিসহ সামাজিক মাধ্যমে প্রকাশ পায়। একপর্যায়ে বিষয়টি নজরে আসে শেখ ফরিদ আহমেদ মানিকের। এরপরই তিনি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদককে তা বাস্তবায়নের দায়িত্ব দেন।

এদিকে শেখ ফরিদ আহমেদের নির্দেশনা পেয়ে খুব দ্রুত পুতুলের ঘর নির্মাণকাজ শুরু করা হয়, যা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে।

নতুন ঘর নির্মাণ হচ্ছে দেখে আবেগাপ্লুত অসহায় পুতুল দাস বলেন, আমার মত একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে ধন্যবাদ জানাই শেখ ফরিদ আহমেদ মানিককে। তিনি বলেন, বৃষ্টির সময় এই ঘরে থাকাটা আমাদের জন্য খুব কষ্ট হতো। আশা করছি ঘরটির নির্মাণকাজ শেষ হলে আমাদের আর কষ্ট করতে হবে না।

জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ বলেন, আমি নিজ চোখে দেখেছি ৯০ বছর বয়সী এ অসহায় পুতুল দাসের দিনাতিপাত। তাই উনার এই ঘর নির্মাণ করে দিতে পেরে আনন্দিত। এ ধরনের কাজগুলো আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আরও অনুপ্রাণিত করবে বলে আশা করছি।