মোশাররফ করিম ও আইরিন তানির নাটক ‘তুই’

বিনোদন সময় ডেস্ক
০৯ নভেম্বর ২০২৫, ০৯:১০
শেয়ার :
মোশাররফ করিম ও আইরিন তানির নাটক ‘তুই’

‘তুই’ শিরোনামের একটি হাস্যরসাত্মক গল্পের নাটকের মধ্য দিয়ে আইরিন তানি অভিনয়ে ফিরেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। এরই মধ্যে গত ৬ নভেম্বর নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। ‘তুই’ নাটকে আইরিন তানির সহশিল্পী সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এর আগে মোশাররফ করিমের সঙ্গে আইরিন তানি ধারাবাহিক নাটক ‘লং মার্চ’, ‘রেড সিগন্যাল’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়েছিলো’, ‘সিনেমা হল’, একক নাটক ‘মুদ্রা দোষ’, ‘হাতেম আলী’, ‘শর্টকাট’সহ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।

আইরিন তানি বলেন, “দীর্ঘ চার বছর পর অভিনয়ে ফিরেছি। পরম সৌভাগ্য যে আমার বহু নাটকের অন্যতম সহশিল্পী শ্রদ্ধেয় মোশাররফ করিম ভাইয়ের সঙ্গেই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছি। আমার পুত্রসন্তানের বয়স ২ বছর ১১ মাস, যে কারণেই এখন একটু একটু করে কাজে ফেরা। দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে তা-ও আবার মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। মোশাররফ ভাই সেই আগেরই মতোন খু-উ-ব সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী। তিনি আগেও আমাকে ভীষণ স্নেহ করতেন, পরামর্শ দিতেন। অনেক দিন পর কাজ করতে গিয়ে সত্যিই কিছুটা আবেগাপ্লুতও হয়ে পড়েছিলাম। সেটের সবাই ভীষণ অনুপ্রেরণাও দিয়েছে, যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। আশা করছি ‘তুই’ নাটকটি দর্শকের ভালো লাগবে।”

আইরিন তানি চার বছর আগে সর্বশেষ যে নাটকগুলোতে অভিনয় করেছিলেন সেগুলো হচ্ছে- ‘কাপল টিকেট’, ‘প্লিজ মাফ করবেন’, ধারাবাহিক নাটক ‘মান অভিমান’, ‘বউ শাশুড়ি’ ও ‘বকুলপুর’। বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমায়ও অভিনয় করেছিলেন আইরিন তানি। এর পরও বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। নতুন করে আবারও অভিনয়ে ব্যস্ত হতে চান তিনি। সহযোগিতা চান প্রযোজক, পরিচালকদের।