শাকিব নিশো সিয়ামের দিকে তাকিয়ে দর্শক

ফয়সাল আহমেদ
০৯ নভেম্বর ২০২৫, ০৯:২৬
শেয়ার :
শাকিব নিশো সিয়ামের দিকে তাকিয়ে দর্শক

নিজেদের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা ফ্যান ফলোয়ার আছেন এবং প্রত্যেকের অভিনয়ে নিজস্ব একটা ধরন আছে। দর্শক এখন যে কজন নায়কের সিনেমা হলে গিয়ে দেখতে চান তাদের মধ্যে প্রথম সারিতেই আছেন এই তিনজন। আমাদের আজকের আয়োজন এই তিন নায়কের আগামী সিনেমা নিয়ে। লিখেছেন- ফয়সাল আহমেদ

সোলজার শেষ করে শাকিব খান শুরু করবেন প্রিন্স সিনেমার কাজ

সোলজার ও প্রিন্স নামের দুটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এর মধ্যে সোলজারের কাজ করেছেন তিনি। ছবিটির শুটিং চলছে সর্বোচ্চ গোপনীয়তার মধ্য দিয়ে। জানা গেছে ছবিতে একজন সরকারি দায়িত্বশীল কর্মকর্তা বা দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করছেন শাকিব। এর আগে ‘সোলজার’-এর ৩৪ সেকেন্ডের টিজার প্রকাশ পেয়েছিল। সেখানে দুর্নীতি, সিন্ডিকেট আর রাষ্ট্রীয় অব্যবস্থার বিরুদ্ধে এক যোদ্ধার লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যায়। ভিডিওর শুরুতেই দেখা যায় বাংলাদেশের পতাকা আর কিছু প্রতীকী স্থাপনা। সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ ছাড়া অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমন। চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা এই ছবিতেই নতুনরূপে ফিরবেন ঢালিউডের কিং শাকিব খান। ছবিটির প্রযোজনা সংস্থা মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও জানা গেছে ঈদ উৎসবের বাইরে চমক হিসেবে এটি আসবে দর্শকের সামনে। এই ছবির কাজ শেষে করে শাকিব খান শুরু করবেন প্রিন্স। এ ছবিতে তার বিপরীতে নায়িকা কে থাকবেন, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সূত্রের খবর, এতে শাকিব খানের নায়িকা হিসেবে তিন নায়িকার সঙ্গে কথা চলছে। একজন নাজিফা তুষি, কলকাতার ঈধিকা পাল ও মধুমিতা। জানা গেছে, এ বছরের শেষদিকে দেশের বাইরে ছবির শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘প্রিন্স’। ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড।

প্রস্তুতি ও রিহার্সালে ব্যস্ত নিশো

২০২৩ সালের ডিসেম্বরে ঘোষণা দেওয়া হয় এই সিনেমার। সিনেমায় অভিনয় করবেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। এ বছরের জুলাইয়ে এতে যুক্ত হন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ২৯ অক্টোবরের মহরতে চঞ্চল ও নিশোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় অভিনেত্রী পূজা চেরীকে, যিনি ‘দম’-এ অভিনয় করছেন। প্রস্তুতি ও রিহার্সালে ব্যস্ত নিশো। বলেন, ‘প্রথম সিনেমায় আমার ওজন ছিল ৮৪ কেজি। দ্বিতীয় সিনেমার সময় তা বেড়ে ৯৬ কেজি হয়েছিল। এবার পরিচালক বললেন, ৭৫ কেজিতে নামাতে হবে। এক-দেড় মাসে তা সম্ভব নয়, তবু চেষ্টা করছি। এখন আমার ওজন ৮৩ কেজি।’ তিনি জানান, সিনেমার শুটিং শুরু হবে কাজাখস্তানে। ইতোমধ্যে সেখানে লোকেশন দেখা শেষ করেছেন নির্মাতা, প্রযোজক ও অভিনেতারা। দম নির্মাণ করবেন রেদওয়ান রনি। মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।

ভৌতিক গল্পে সিয়ামের ‘আন্ধার’

ভৌতিক ঘরানার সিনেমা বানাচ্ছেন রায়হান রাফী। ‘আন্ধার’ নামের সিনেমাটি তৈরি হবে দুই ব্যান্ড তারকা অর্থহীনের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর গল্পে। গত আগস্টে প্রকাশ পেয়েছিল এমন খবর। সে সময় জানা গিয়েছিল, এতে অভিনয় করবেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তবে এ নিয়ে কোনো কথা বলেননি নির্মাতারা। অবশেষে গত সোমবার রাতে ফেসবুক লাইভে আন্ধারের আনুষ্ঠানিক ঘোষণা এলো। সিয়াম, তুষির সঙ্গে এই সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার প্রমুখ। এ ছাড়া আন্ধার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। সিয়াম আহমেদ বলেন, ‘আমি যত সিনেমায় কাজ করেছি, সেগুলোর মধ্যে এটা আমার শোনা গল্পের সবচেয়ে ডিটেইল চিত্রনাট্য। পাঁচ ঘণ্টার বেশি সময় এই সিনেমার ন্যারেশন শুনেছিলাম। আমি একটুও বিরক্ত হইনি। তার মানে, পুরো গল্প আমাকে ধরে রেখেছিল। আশা করি, হলেও দর্শকদের ধরে রাখবে।’ শোনা গিয়েছিল, এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আন্ধার। তবে নির্মাতা জানালেন, পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করে আগামী বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন তারা।