মেয়ের জন্মকে স্বাগত জানাতে চারা বিতরণ

প্রদীপ মণ্ডল, চিতলমারী (বাগেরহাট)
০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪২
শেয়ার :
মেয়ের জন্মকে স্বাগত জানাতে চারা বিতরণ

মেয়ের জন্মকে স্বাগত জানাতে এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে একটি করে ফলদ বৃক্ষের চারা বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের কালশিরা গ্রামের মাধব-সাথী দম্পতি। নিজেদের একমাত্র মেয়ে সম্প্রীতি ব্রহ্ম মৌলীর জন্মকে স্মরণীয় করে রাখতে গতকাল শনিবার নিজ গ্রামের দুই শতাধিক ব্যক্তির হাতে আম, জাম, পেয়ারা, কাঁঠাল, লিচু, বেল, সফেদা, কদবেল, কালো জামসহ বিভিন্ন ধরনের দুই শতাধিক গাছের চারা তুলে দেন। এর আগেও ২০২৪ সালে ওই দম্পতি নিজেদের বৌভাত অনুষ্ঠানের খরচ কিছুটা সীমিত করে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বই বিতরণ করেন।

ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা মাধব-সাথী দম্পতির ঘর আলোকিত করে চলতি বছরের ২০ মে একটি মেয়েসন্তান জন্মগ্রহণ করে। মেয়ের নাম রাখা হয় সম্প্রীতি ব্রহ্ম মৌলী। মৌলী জন্মগ্রহণ করার পর থেকে এই দম্পতি সিদ্ধান্ত নেন- তাদের মেয়েসন্তানের জন্মকে স্বাগত জানাতে তারা গ্রামের সব বাড়িতে একটি করে ফলের চারা উপহার দেবেন। যাতে এলাকার সবুজায়নে তাদের সন্তানের কিছুটা অবদান থাকে। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তারা একটু একটু করে টাকা জমাতে শুরু করেন। একইসঙ্গে বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছ থেকে নবজাতক সন্তানের জন্য পাওয়া উপহারের টাকা জমিয়ে গাছের চারা বিতরণের উদ্যোগ নেন। ব্যতিক্রমী এই উদ্যোগকে বাস্তবায়ন করতে গত ৭ ও ৮ নভেম্বর কালশিরা গ্রামের নিজ বাড়িতে এ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। বিতরণ করা এসব গাছের মধ্যে রয়েছে- উচ্চ ফলনশীল কলমের আম, জাম, কাঁঠাল, লিচু, বেল, সফেদা, কদবেল, কালো জাম, আপেলকুলসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ। গত শক্রবার ও শনিবার এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে নিজেদের সাড়ে ৫ মাস বয়সী মেয়ে মৌলীকে সঙ্গে নিয়ে এসব ফলের চারা তুলে দেন।

এ ব্যাপারে মাধব চন্দ্র ব্রহ্ম বলেন, ‘তার সন্তান যে গ্রামে বড় হবে, সে গ্রামের আলো-বাতাস যেন নির্মল থাকে। গ্রামের সবুজায়নে যেন তার কিছুটা হলেও অবদান থাকে। তার সন্তানের সঙ্গে এই গাছগুলো একটু একটু করে বড় হবে। ফলে ফলে ভরে উঠবে পুরো গ্রাম। এ ছাড়াও তার সন্তান বাতাসে যে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করবে তা তাদের দেওয়া গাছ যেন নিতে পারে। ভালো লাগার এসব অনুভূতি থেকে তিনি ফলের চারা বিতরণের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।