আদর্শবাদী তরুণ প্রজন্মই কল্যাণমুখী সমাজ গঠনের মূল ভিত্তি

অনলাইন ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ২১:৪২
শেয়ার :
আদর্শবাদী তরুণ প্রজন্মই কল্যাণমুখী সমাজ গঠনের মূল ভিত্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নৈতিকভাবে দৃঢ় ও আদর্শবাদী তরুণ প্রজন্মই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের মূল ভিত্তি।’

শনিবার (৮ নভেম্বর) খুলনার খানজাহান আলী থানার পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটি আয়োজিত ‘নাইট ফেস্টিভাল ফুটবল টুর্নামেন্ট’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। 

তিনি বলেন, ‘দেশের উন্নয়নের প্রধান শক্তি হওয়া সত্ত্বেও যুবসমাজ আজও অবহেলিত। রাষ্ট্র তাদের বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিকাশের যথাযথ সুযোগ দিতে ব্যর্থ হয়েছে। অনেক ক্ষেত্রেই তাদের প্রতিভা ধ্বংসের আয়োজন করা হয়েছে বলেই মনে হয়।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘অনেক তরুণ তাদের মেধা কাজে লাগাতে আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু প্রায় সময়ই উন্নতির জন্য ন্যায্য সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াং সোসাইটির সভাপতি মুরসালিন হোসেন। আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, খান জাহান আলী থানা ছাত্রশিবিরের সভাপতি আল ইমরান শেখ, মাওলানা সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন প্রমুখ।

আমাদের সময়/জেএইচ