খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলা

খুলনা প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ২০:২৩
শেয়ার :
খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলা

খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনির ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এ সময় তাকে সাংবাদিক কামরুল হোসেন মনি রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। হামলাকারীদের উপর্যুপরি মারধরে তারা রাস্তার ওপর পড়ে গেলেও বেধড়ক পিটিয়ে তারা চলে যায়। পরে তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এহতেশামুল হক শাওন বলেন, ‘দুপুরে শিববাড়ী মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের সামনে গেলে কয়েকজন যুবক তাদের কাছে জানতে চান, দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান কে? পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক কামরুল মনি তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকেও বেধড়ক মারপিট করে।’


হামলার শিকার দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি। ছবি: সংগৃহীত 

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘সাংবাদিক শাওনের ঘনিষ্ট বন্ধু বাবুর স্ত্রী শাকিলা বিপ্লব নামের এক যুবকের সঙ্গে মোবাইলে কথা বলে। এ নিয়ে বাবু ও শাকিলা দম্পতির মধ্যে প্রায়ই কলহ লেগে থাকে। বাবু বিষয়টি শাওনের কাছে শেয়ার করে। পরে মোবাইল নম্বর সংগ্রহ করে বিপ্লবকে ফোন দেয় শাওন। মোবাইলে বিপ্লবের সঙ্গে শাওনের কথা কাটাকাটি হয়। তারা শিববাড়ি মোড়ে দেখা করতে বললে সাংবাদিক শাওন বিকেল সাড়ে চারটায় সেখানে উপস্থিত হয়। হামলাকারীদের একজন বলে এখানে ব্যুরো প্রধান কে? পরিচয় দেওয়ামাত্র তার ওপর হামলা চালায়। শাওন ঘটনাস্থল থেকে সরে গেলে হামলাকরীরা কামরুল হাসান মনির ওপর চড়াও হয়ে তাকে ব্যাপক মারধর করে।’

তিনি আরও বলেন, ‘মোবাইল ট্রাকিং করে বিপ্লবের ঠিকানা পেয়েছি। আরও পরিস্কার হওয়ার জন্য আমরা আগামীকাল ঘটনাস্থলের পাশের একটি ব্যাংক থেকে সিসি ফুটেজ সংগ্রহ করে হামলাকরীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।’

এদিকে সাংবাদিক এহতেশামুল হক শাওন ও কামরুল হোসেন মনির ওপর হামলার ঘটনায় খুলনার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী কমিটি, খুলনা মেট্রোপলিটন সাংবপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আমাদের সময়/আরডি