জিমেইল হ্যাক: ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাড়ে ১৭ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২
লালমনিরহাটে জিমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে লালমনিরহাট জেলা ডিবির একটি দল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা গ্রামের হাছেন ফরাজির ছেলে মো. জোনায়েদ (৪০) এবং শাহ মাতব্বরের ছেলে দুখাই মাতব্বর (৪৭)।
লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলার শাখাতি গ্রামের প্রয়াত সোনা উল্লাহর ছেলে ব্যবসায়ী মো. জাবেদ আলী হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তিনি উল্লেখ করেন, গত ৭ সেপ্টেম্বর দুপুরে পূর্ব সিন্দুর্ণা ইউসিবি ব্যাংকের লোন অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা স্থানান্তর করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই অজ্ঞাত ব্যক্তি তার অনুমতি ছাড়াই পরপর পাঁচটি ট্রানজেকশনের মাধ্যমে ১৭ লাখ ৫৪ হাজার টাকা অন্য এক সিটি ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নেয়।
পরে এ ঘটনায় হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। এরপর ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে। শুক্রবার রাতে লালমনিরহাট জেলা ডিবির একটি দল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করে।
লালমনিরহাট ডিবির পরিদর্শক সাদ আহম্মেদ বলেন, ‘গ্রেপ্তার দুইজন আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের সময়/আরডি