দুই ঘণ্টার চেষ্টায় তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম।
এর আগে শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে টঙ্গী মিলগেইট এলাকার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ১১টা ৩৫ মিনিটের মধ্যে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে কাজ করে। তাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তুলার গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুড়ে গেছে অন্তত সাতটি তুলার গুদাম। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।
বিষয়াটি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের জ্যৈষ্ঠ স্টেশন অফিসার শাহীন আলম আমাদের সময়কে বলেন, ‘প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
আমাদের সময়/এফএম