সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম মুছলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১৪:৫১
শেয়ার :
সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম মুছলো যুক্তরাষ্ট্র

নিজেদের সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা-এর নাম মুছে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৮ নভেম্বর) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, সামনের দিনগুলোতে সিরিয়া এবং শারা’র নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলবে।

শিগগিরই যুক্তরাষ্ট্র সফরের সূচি আছে শারা’র। তার আগেই এ পদক্ষেপ নিলো ওয়াশিংটন।

আহমেদ আল শারা একসময় যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত সশস্ত্র গোষ্ঠী আলকায়দার অন্যতম নেতা ও সংগঠক ছিলেন। পরে আলকায়দা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক সশস্ত্রগোষ্ঠী হায়াত তাহরিরর আল শাম (এইচটিএস) গঠন করেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরের শুরুর দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করে রাজধানী দামেস্ক দখল করে এইচটিএস এবং নতুন প্রেসিডেন্ট হন শারা।

২০১১ সাল থেকে গৃহযুদ্ধ শুরু হয়েছিল সিরিয়ায়, যার চূড়ান্ত সমাপ্তি ঘটে ২০২৪ সালে বাশার আল আসাদের পতনের মধ্যে দিয়ে। গৃহযুদ্ধের সময় আলকায়দার তৎকালীন সংগঠক শারা-কে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল ওয়াশিংটন।

গৃহযুদ্ধ চলার সময় সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার নিরপত্তা পরিষদের বৈঠকে ভোটের মাধ্যমে সেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ীই এই ভোট হয়।

নিরাপত্তা পরিষদ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একদিন পরেই প্রেসিডেন্ট আহমেদ শারা’র নাম সন্ত্রাসী তালিকা থেকে মুছে দিলো ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এক বিবৃতিতে এ পদক্ষেপ সম্পর্কে বলেছেন, ‘আসাদ পরিবারের হাতে ৫০ বছরেরও বেশি সময় ধরে দমন-পীড়নের শিকার হয়েছে সিরিয়া। দেশটির বর্তমান নেতৃত্ব সেই দমন-পীড়ন থেকে সিরিয়াবাসীকে মুক্তি দিয়েছে। সিরিয়ার নেতৃত্বকে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’