যেসব হলে মুক্তি পেল ইমন সাহার সিনেমা

বিনোদন ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১২:০৯
শেয়ার :
যেসব হলে মুক্তি পেল ইমন সাহার সিনেমা

অবশেষে সিনেমা নির্মাতা হিসেবে অভিষেক ঘটল সংগীত পরিচালক ইমন সাহার। গতকাল শুক্রবার তার প্রথম সিনেমা ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ মুক্তি পেয়েছে।

সিনেমাটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী, বগুড়া মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভার সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়া স্বপ্নীল ও চট্টগ্রামের সুগন্ধাসহ দেশের বিভিন্ন হলেই প্রদর্শিত হচ্ছে।

সিনেমার গল্প কেন্দ্র করে গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রা। গ্রাম থেকে শহরে এসে তার জীবনে আসে যশ, জনপ্রিয়তা ও জৌলুস, কিন্তু হারিয়ে যায় তার মাটির গানের সত্তা।

ইমন সাহা বলেন, ‘ফোক গান করা মেয়েটি শহরে এসে জনপ্রিয়তা ও জৌলুসের প্রতি আকৃষ্ট হয়। সিনেমায় জাগতিক ও আধ্যাত্মিক যাত্রার সম্পর্ক ফুটে উঠেছে।’

সিনেমাতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ আরও অনেকে।

আমাদের সময়/ এসএ