ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৮ নভেম্বর) বেলা সোয়া ১০টায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহতের নাম জয়কৃষ্ণ (১৮)। তিনি নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে ।
এর আগে শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক রকিবুল হাসান জানান, শুক্রবার রাতে রামকৃষ্ণ নামের ওই যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। ওইদিন গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। তবে, পরদিন শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বেলা সোয়া ১০টায় দুর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, শুক্রবার রাতে ট্রলার থেকে নদীতে পড়ে জয়কৃষ্ণ নামের এক যুবক নিখোঁজ হন। রাতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হলে সোয়া ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, জয় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাইলপট্টির একটি দোকানে চাকরী করত। সে বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত।
আমাদের সময়/আরআর