‘চোখের সামনেই একের পর এক পুড়ে গেল, কিছুই করতে পারিনি’

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ১০:৫১
শেয়ার :
‘চোখের সামনেই একের পর এক পুড়ে গেল, কিছুই করতে পারিনি’

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে চারটার দিকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে সঞ্জু মিয়া, মনা, নারায়ণ, টিটু, ক্ষুধিরাম ও কলিম উল্লাহসহ আটজনের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি ঔষধের দোকান, একটি হোটেল ও একটি কাপড়ের দোকান ছিল।

প্রত্যক্ষদর্শী সুখমর বর্মণ বলেন, ‘আমাদের চোখের সামনেই একের পর এক দোকান পুড়ে গেল। আমরা কিছুই করতে পারিনি, কিভাবে কী হলো বুঝতেই পারিনি।’

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, ‘খবর পেয়ে ভোর পৌনে পাঁচটার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে সম্পূর্ণ নির্বাপণে এক ঘণ্টার বেশি সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ আমাদের সময়কে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’