কাকরাইলে গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
০৮ নভেম্বর ২০২৫, ১০:০২
শেয়ার :
কাকরাইলে গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কাকরাইলে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চের ফটকে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর একটি ফটকের সামনেই বিস্ফোরিত হয়।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফটকের ভেতর থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিস্ক্রিয় করে।

এ সময় ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি।

এ ব্যাপারে ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, গির্জা লক্ষ্য করে দুটি ককটেল মারা হয়েছিল। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। 

গির্জা সূত্রে জানা গেছে, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা প্রাঙ্গণে শনিবার (৮ নভেম্বর) সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন গির্জা থেকে ৬০০ অতিথি অংশ নেওয়ার কথা রয়েছে।

আমাদের সময়/এএস