জন্মদিনের পার্টিতে বিড়ম্বনায় প্রসূন, দুঃখ প্রকাশ পরীমনি
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির দাওয়াত পেয়েই তার জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী লাক্স তারকা প্রসূন আজাদ। অথচ সেখানে গিয়ে তিনি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন।এই তিক্ত অভিজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার প্রসূন আজাদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে এ অভিনেত্রী বলেন, পরীমণি মানুষদের দাওয়াত দেয়, মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলা সান্ডা-পান্ডা লোক দাঁড়ায় থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে, আপনি কে?’
পরীমণিকে উদ্দেশ্য করে প্রসূন আজাদ বলেন, ‘আমি মিডিয়ার কারো দাওয়াতে যাই না। মেট্রোতে করে রিক্সা করে প্রচুর ধকল পেরিয়ে গিয়েছিলাম। কারণ সে আমার পছন্দের মানুষ। পরী তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে, আমি কে?’
এদিকে প্রসূন আজাদের এই তিক্ত অভিজ্ঞতার কথা জানতে পেরে ফেসবুকে পরীমণি এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি প্রসূনের করা অভিযোগের জবাব দিয়েছেন শান্ত ও আবেগপূর্ণ ভাষায়। স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করেছি। আপনি আরও বলেছেন, আমি আমার নাম উজ্জ্বল করতে টাকা দিয়ে কিছু লোক ভাড়া করি যারা অতিথিদের জিজ্ঞেস করেন তারা কারা! আচ্ছা আপু, সত্যিই কি তোমার মনে হয় আমি তোমাকে ছোট করার জন্য তোমাকে আমার একটা স্পেশাল ইভেন্টে দাওয়াত দিতাম? কখনোই না বোন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও লিখেছেন, ‘তুমি জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। আমাদের দেখা হয়নি কখনো। তোমার একটি টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে তোমার নাম্বার নিয়ে তোমাকে কল করেছিলাম। অনেক কথা হয়েছিল আমাদের। তখন আমি তোমাকে বলেছিলাম, তুমি একজন পিওর সোল, সত্যিকারের মানুষ। তোমার বাচ্চাদের নিয়ে তোমার এই জীবনযাত্রা আমাকে অনুপ্রাণিত করে।’
পরীমণি বলেন, ‘তোমার খারাপ লেগেছে শুনে সত্যিই কষ্ট পেলাম। তুমি আমাকে একটা টেক্সট দিলেই তো হতো আপু! আমার সেই অনুষ্ঠানে কোনো ভাড়া করা লোক ছিল না। যারা ছিলেন তারা ওই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের নিরাপত্তাকর্মী। তারা কাউকে অপমান করার জন্য নয়, বরং আমাদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
তিনি আরও বলেন, ‘ওই অনুষ্ঠানে যারা এসেছিলেন তারা সবাই নিজ নিজ অবস্থানে বড় মানুষ, কিন্তু কেউই ছোট ফিল করেননি। নিরাপত্তা না থাকলে ওই জায়গায় জনসাধারণের ভিড় সামলানোই যেত না।’
পরীমণি লেখেন, ‘আপনি জানেন কি, এখনো অনেকেই আমার নাম জিজ্ঞেস করেন। আমি এতে অবাক হই না। বরং গর্ব করে বলি- আমি পরীমণি।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
স্ট্যাটাসের শেষে তিনি প্রসূন আজাদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমি খুবই দুঃখিত আপনার কাছে।’