শিল্পকলায় প্রাচীন গ্রিক ইডিপাস মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৫, ০৮:০৪
শেয়ার :
শিল্পকলায় প্রাচীন গ্রিক ইডিপাস মঞ্চস্থ

মানব নিয়তি, ভাগ্য ও আত্ম-চেতনার গভীর অনুসন্ধানভিত্তিক গ্রিক নাটক ‘ইডিপাস’-এর দুই দিনব্যাপী মঞ্চস্থ প্রদর্শনীর আয়োজন করেছে নাট্য দল দৃশ্যকাব্য। গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ছিল নাটকটির দুটি মঞ্চস্থ প্রদর্শনী। বিকাল সাড়ে ৪টায় এবং সন্ধ্যা ৭টায় ছিল নাটকটির দ্বিতীয় ও তৃতীয় প্রদর্শনী। এর আগে গত বৃহস্পতিবার একই থিয়েটার হলে ছিল নাটকটির উদ্বোধনী মঞ্চস্থ প্রদর্শনী। প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের অমর সৃষ্টি ‘ইডিপাস’ অবলম্বনে শাশ্বত ট্র্যাজেডির এই নাটকটি অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান ও নির্দেশনায় ছিলেন হাবিব মাসুদ। মানব মনের গভীরতম দ্বন্দ্ব, সত্য অনুসন্ধানের যন্ত্রণা ও নিয়তির অনিবার্য পরিণতির মতো বিষয়গুলো নাটকে খুবই শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।

নাটকের প্রসঙ্গে নির্দেশক হাবিব মাসুদ বলেন, সময় আমাদের নতুন পথে চালিত করে। ইডিপাসকে মঞ্চে আনার ক্ষেত্রেও বর্তমান সময়টি আমাকে ভাবিয়েছে। আজকের বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে এক বিরাট শূন্যতা অনুভব করি। মনে হয়েছে, অনন্ত রাত্রির ঘোর অন্ধকারে আমরা নিমজ্জিত- আমাদের কি কোনো নেতৃত্ব নেই? এই নিয়তি কি অনতিক্রম্য? ইডিপাস আমার কাছে মনে হয়েছে নেতৃত্বহীনতায় নিমজ্জিত এক জনপদের গল্প। নিয়তিকে অতিক্রমের আর্তনাদ ইডিপাসকে মহান করে তোলে, কিন্তু সে নিয়তিকে জয় করতে পারে না। আশা করি, ‘দৃশ্যকাব্য’-এর এই প্রযোজনা দর্শককে প্রাচীন থিবি নগরীর রাজপ্রাসাদে কিছুক্ষণের জন্য হলেও নিয়ে যাবে। আলো, সংগীত ও মঞ্চসজ্জায় রয়েছেন আধুনিক প্রযুক্তির প্রয়োগ, যা দর্শকদের নিয়ে যাবে প্রাচীন থিবি নগরীর রহস্যময় আবহে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- এইচ এম মোতালেব, ঝুমু মজুমদার, আহাদ বিন মুর্তজা, নাইমুল ইসলাম সিয়াম, মো. মুন্না মোল্লা, আশিকুল ইসলাম, রিমন সাহা, উৎপল চন্দ্র বর্মণ, কান্তা কামরুন, ওমর ফারুক খান ফাহিম, পায়েল আহমেদ, আফরোজা বিথী, মো. রিয়াজুল করিম রিয়াজ, রিয়া হোসেন ও হীরালাল দাস প্রমুখ।