বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে তেল চুরি আটক ৪

আমাদের সময় ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন  থেকে তেল চুরি আটক ৪

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফেরোশাডাঙ্গা চক ইসবপুর এলাকায় এ তেল চুরির ঘটনা ঘটে। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে চারজনকে আটক করেছে চিরিরবন্দর থানা-পুলিশ।

বিষয়টি জানতে পেরে গতকাল বিকালে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম শরীফুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুলান্ট চাকমা, চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদসহ মৈত্রী পাইপলাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন থেকে তেল চুরি হয়েছে, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে ছয় ফুট গর্ত করা হয়েছে। মূল পাইপ ফুটো করে তাতে স্ক্রু লাগানো হয়েছে। সেখান থেকে একটি পৃথক চিকন পাইপ লাগানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই পাইপ দিয়ে তেল সরানো হয়েছে। এ ঘটনায় জমির মালিক, ইরি সেচ দেওয়া শ্যালো মেশিনের মালিক, প্রতিষ্ঠানের দুজন লাইনম্যানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলমান।