ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর

সাংস্কৃতিক প্রতিবেদক
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানটের আয়োজনে ছিল তাদের বার্ষিক লোকসংগীত আসর। অনুষ্ঠানটি গীতিকবি শেখ ভানু শাহ্কে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠানে ভানু শাহ্র ‘নিশীথে যাইয়ো ফুল বনে’ গান দিয়ে সম্মেলক কণ্ঠে শুরু হয় পরিবেশনার। এ ছাড়াও হাছন রাজা, আরকুম শাহ্, ভবা পাগলা, দূরবীন শাহ্ এবং আনিসুল হক চৌধুরীর বিভিন্ন গান গাওয়া হয়।

এর পর শেখ ভানু শাহ্র একক গান ‘নষ্ট করলায় নতুন ফুলের’। পরিবেশনায় ছিলেন নারায়ণচন্দ্র শীল। এ পর্বে ছিলেন স্বপ্না রায়, শিপ্রা ভৌমিক, মুহাম্মদ কামরুল বাশার, সাবরিনা মেহজাবীন পারিশা ও চন্দনা মজুমদার। আরকুম শাহ্র গানে একক পরিবেশনায় ছিলেন ফারজানা আফরিন ইভা। ভবা পাগলা একক গানে ছিলেন মহিতোষ কুমার ম-ল জোনাকী রানী শীল, মোন্তাজ উর রহমান মানিক ও প্রমিত বিশ্বাস দুর্জয়। দূরবীণ শাহ্র গানে একক পরিবেশনায় ছিলেন নাজমুল আহসান তুহিন। আনিসুল হক চৌধুরীর গানে একক পরিবেশনায় ছিলেন সঞ্চিতা বর্মণ।

শীতকালীন পথনাটক কর্মসূচির উদ্বোধন : বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হলো ‘শীতকালীন মৌসুমি পথনাটক কর্মসূচি-২০২৩’। গতকাল বিকালে এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ। আলোচক ছিলেন জোটের সহসভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জোটের প্রযোজনায় ‘ঠিকানা’ ও নাটনন্দনের প্রযোজনায় ‘ধূপ আতরের বঙ্গপালা’ পথনাটক দুটির প্রদর্শনী করা হয়।