ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে: মুরাদ
সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শুক্রবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছরপূতি উপলক্ষে ধামরাই উপজেলা ও পৌর বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।
মুরাদ বলেন, ‘এখন সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে। বিএনপি ও ধানের শীষের এই জোয়ার দেখে ‘৭১, ‘৭৫’-এর ৭ নভেম্বর এবং ‘২৪-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সমাবেশ শেষে অসংখ্য নেতাকর্মীদের অংশগ্রহনে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিএনপি নেতা খন্দকার আইয়ুব, অধ্যক্ষ এম এ জলিল, সুনীল সাহা, খুররাম চৌধুরী টুটুল, সাবিনা ইয়াসমিনসহ কয়েক হাজার নেতাকর্মী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/আরডি