ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে: মুরাদ

নিজস্ব প্রতিবেদক
০৭ নভেম্বর ২০২৫, ২২:৩৮
শেয়ার :
ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে: মুরাদ

ধামরাই উপজেলা ও পৌর বিএনপির সমাবেশে বক্তব্য দেন ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। ছবি: আমাদের সময়

সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। শুক্রবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছরপূতি উপলক্ষে ধামরাই উপজেলা ও পৌর বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

মুরাদ বলেন, ‘এখন সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার বইছে। বিএনপি ও ধানের শীষের এই জোয়ার দেখে ‘৭১, ‘৭৫’-এর ৭ নভেম্বর এবং ‘২৪-এর পরাজিত শক্তি নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সমাবেশ শেষে অসংখ্য নেতাকর্মীদের অংশগ্রহনে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিএনপি নেতা খন্দকার আইয়ুব, অধ্যক্ষ এম এ জলিল, সুনীল সাহা, খুররাম চৌধুরী টুটুল, সাবিনা ইয়াসমিনসহ কয়েক হাজার নেতাকর্মী।

আমাদের সময়/আরডি