কর্মসূচিতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুই কৃষক দল নেতার মৃত্যু
জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিএনপির দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে ট্রাকচাপায় কৃষক দলের দুই নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনার পর বিকেলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষক দলের দপ্তর সম্পাদক ওমর ফারুক ও একই গ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম।
রায়গঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুর রাজ্জাক জুয়েল জানান, ‘কৃষক দল নেতা ওমর ফারুক ও ফরিদুল ইসলাম মোটরসাইকেলে হাটিকুমরুল এলাকায় ৭ নভেম্বর উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত একটি সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছার পর দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।
এ সময় ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থায় অবনতি হলে বগুড়ায় নেওয়ার পথে ওমর ফারুকের মৃত্যু হয়। আর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদুল ইসলামের মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার পর ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
আমাদের সময়/আরডি