লাগামহীন ইসলামবিদ্বেষের কালি শিগগির মুছবে না
মেয়র পদে মামদানির জয়
নিউইয়র্ক নগরীর প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। অনেকে এই গণতান্ত্রিক সমাজতন্ত্রীর ঐতিহাসিক জয় উদযাপন করছেন। তবে ২২ কোটিপতি, ইসলামবিদ্বেষী ও রিপাবলিকানরা দুশ্চিন্তার কবলে পড়েছেন। মামদানিকে হারাতে তাদের প্রাণান্তকর অপচেষ্টা থেকে সৃষ্ট ধর্মান্ধতা এখন স্বাভাবিক হয়ে উঠেছে।
উদাহরণস্বরূপ, কট্টর ডানপন্থি আন্দোলনকর্মী ও প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টা লরা লুমার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেছেন, মামদানির অধীনে ‘নিউইয়র্ক নগরীতে আরেকটি ৯/১১ হবে’। নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য ভিকি পালাদিনো এই ৩৪ বছর বয়সীকে ‘একজন পরিচিত জিহাদি সন্ত্রাসী’ বলেছেন। এদিকে অভিনেত্রী ডেব্রা মেসিং ইনস্টাগ্রামে লিখেছেন, এই নিরীহ চেহারার রাজনীতিবিদ সভ্যতার জন্য হুমকি। মেসিং সম্প্রতি এক পোস্টে লিখেছেন, ‘ইহুদি ধর্ম ও খ্রিস্টান ধর্মে, আমাদের সত্য বলতে আদেশ দেওয়া হয়েছে। ইসলামে মিথ্যা বলার আদেশ দেওয়া হয়... এখন, মামদানির দিকে তাকান... তিনি তাদের আসল চেহারা প্রকাশ করছেন : গণ ধর্মান্তর।’
মামদানি তাঁর বিরুদ্ধে হওয়া আক্রমণ নিয়ে বেশ কয়েকবার কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, মুসলমানদের সন্ত্রাসী হিসেবে ব্র্যান্ডিং করা কতটা সাধারণ। এ ধরনের চিন্তা থেকেই বিদায়ী মেয়র এরিক অ্যাডামস বলেছেন, মামদানি ও তাঁর অনুসারীরা নাকি ‘গির্জা পোড়াতে চায়’।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যুক্তরাষ্ট্রে মুসলমানরা প্রাপ্তবয়স্ক জনসংখ্যার মাত্র প্রায় ১%। তাই মিডিয়া কাভারেজ অসামঞ্জস্যপূর্ণভাবে মুসলমানদের সম্পর্কে মানুষের মতামত এবং মুসলিমবিরোধী নীতিগুলোর প্রতি সমর্থনকে প্রভাবিত করে। অনেক গবেষণা রয়েছে, যেখানে মূলধারার মিডিয়া যুক্তরাষ্ট্রে মুসলমানদের কতটা অমানবিক করেছে, তা উঠে এসেছে। যেমন-মিডলবেরি গবেষকদের ২০১৮ সালের গবেষণায় দেখা গেছে, মুসলমানরা আমেরিকায় সবচেয়ে নেতিবাচকভাবে চিত্রিত সংখ্যালঘু।
মেয়র নির্বাচন শেষ হয়েছে। কিন্তু বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ শিগগির দূর হচ্ছে না। তবে মামদানির জয় আশার ঝলক দেখাচ্ছে। সমস্যা সমাধানের প্রথম ধাপ হলো তা স্বীকার করা। মামদানি ইসলামবিদ্বেষের বিরুদ্ধে কথা বলতে দৃঢ়প্রতিজ্ঞ। বিজয়ের বক্তৃতায় মামদানি আবারও তাঁর বিরুদ্ধে হওয়া ইসলামবিদ্বেষী আক্রমণের কথা উল্লেখ করেন এবং ইহুদিদের মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করানোর হতাশাজনক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস