ইন্দোনেশিয়ায় নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, আহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৪
শেয়ার :
ইন্দোনেশিয়ায় নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, আহত ৫৫

জাকার্তায় বিস্ফোরণে জ্বলছে মসজিদটি। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবারের (৭ নভেম্বর) নামাজের সময় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাকার্তা পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে "সন্দেহভাজন অপরাধী" হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দেশটির ডেপুটি হাউস স্পিকার সুফমি দাসকো আহমেদ হাসপাতাল পরিদর্শনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, সন্দেহভাজন ব্যক্তির বর্তমানে অস্ত্রোপচার চলছে।

জাকার্তা শহরের পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি সাংবাদিকদের জানিয়েছেন, কেলাপা গাদিং এলাকার একটি স্কুল কমপ্লেক্সের ভেতরে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে ৫৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

আমাদের সময়/আরডি