ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে কাজাখস্তান: ট্রাম্প
এবার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। আব্রাহাম চুক্তির আওতায় দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তার দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে কাজাখস্তান। এ বিষয়ে তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম-জোমার্ত তোকায়েভ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বব্যাপী সেতুবন্ধন তৈরিতে এটি একটি বড় পদক্ষেপ। আমার আব্রাহাম চুক্তির মাধ্যমে আরও কয়েকটি দেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে আসছে। আমরা শিগগিরই এই পদক্ষেপকে আনুষ্ঠানিক রূপ দিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি আরও বলেন, ‘স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য দেশগুলোকে একত্রিত করার ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে। প্রকৃত অগ্রগতি, প্রকৃত ফলাফল— শান্তিস্থাপনকারীরা ধন্য।’
উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ২০২৩ সালের শেষ দিকে সৌদি আরবও এ চুক্তিতে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে ছিল। তবে ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর দেশটি প্রক্রিয়াটি স্থগিত করে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ট্রাম্প সাম্প্রতিক সময়ে দাবি করেছেন, এ বছরের শেষ নাগাদ সৌদি আরবও আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারে।
আমাদের সময়/আরডি
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস