বিএনপির র‌্যালি শুরু

অনলাইন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৬
শেয়ার :
বিএনপির র‌্যালি শুরু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির র‌্যালি শুরু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টার পর এ র‌্যালি শুরু হয়।  র‌্যালির নেতৃত্বে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

র‌্যালিতে বিএনপিসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। অনেকের হাতেই রয়েছে নানা ব্যানার, ফেস্টুন। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা যাচ্ছে।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র‌্যালি পূর্ববর্তী এই সমাবেশ শুরু হয়। সমাবেশ সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস প্রমুখ বক্তব্য দেন।

আমাদের সময়/জেআই