বিজয়-রাশমিকার বিয়ের আসর কোথায় বসছে?
গেল অক্টোবরে অনেকটা গোপনে বাগদান সম্পন্ন করেছেন দক্ষিণের দুই আলোচিত তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। এরপরেই খবর, আগামী বছরের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন এ দুই তারকা।
ঘনিষ্ট সূত্রে খবর, এবার রাজস্থানের উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজয়-রাশমিকা। এদিন উদয়পুরের এক রাজপ্রাসাদে বসবে বিয়ের আসর।
তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয়-রাশমিকা, সেটা স্পষ্ট।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে বিজয়-রশ্মিকার বাগদান সম্পন্ন হওয়ার খবর শুনেই উল্লাসে ফেটে পড়েছেন দুই তারকার অনুরাগীরা। সোশ্যালে শুভেচ্ছার জোয়ার। তবে এই বিয়ের তারিখ ও স্থান সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সম্প্রতি ‘থামা’ ছবির এক প্রচারণা সাক্ষাৎকারে রাশমিকা মান্দানাকে তার বাগ্দান এবং বিয়ের গুঞ্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এর উত্তরে অভিনেত্রী শুধু হেসে বলেন, ‘সবাই তো এটা জানেই।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, আট বছর ধরে ডুবে ডুবে জল খাচ্ছেন কিন্তু সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি রাশমিকা এবং বিজয়। তবে কখনও শহরের ইতি-উতি তাদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে, তো কখনও বা আবার সোশ্যাল মিডিয়ায় তাদের দেখা গেছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে!
আমাদের সময়/কেইউ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’