‘ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণ নিশ্চিত করবে বিএনপি’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে দেশের সরকারি শিক্ষকদের জাতীয়করণসহ রাষ্ট্রীয় মর্যাদা ও পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাই তাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে সরকারি শিক্ষকদের জাতীয়করণের পাশাপাশি তাদের জন্য রাষ্ট্রীয় পুরস্কার ও সম্মাননার ব্যবস্থা করা হবে।’
এদিন সভায় সভাপতিত্ব করেন নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু প্রমুখ।
আমাদের সময়/আরআর