নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১৪:০৪
শেয়ার :
নারায়ণগঞ্জে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত দেড়টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের জনৈক কামালের বাড়ির পাশে কয়েকজন ব্যক্তির অবৈধ অস্ত্রসহ অবস্থান করার খবর জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ফরহাদ হোসেন ইফতি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি আড়াইহাজার থানা এলাকার ডাক বাংলো সংলগ্ন এলাকায়। গ্রেপ্তারকৃত যুবক আব্দুস সাত্তারের ছেলে। 

তল্লাশির সময় ফরহাদের কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি ছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত ফরহাদের বিরুদ্ধে এর আগে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আমাদের সময়/আরআর