আইনজীবীদের নিয়ে কটুক্তি /

সাবেক এমপি ফরহাদের ক্ষমা প্রার্থনা

বরিশাল ব্যুরো
০৭ নভেম্বর ২০২৫, ১২:৪৫
শেয়ার :
সাবেক এমপি ফরহাদের ক্ষমা প্রার্থনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে জাতীয়তাবাদী মহিলা দলের এক উঠান বৈঠকে আইনজীবী সমাজকে নিয়ে করা কটুক্তিমূলক বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেজবাউদ্দিন ফরহাদ বলেন, ‘গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে আমি অংশগ্রহণ করি। সেই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে শব্দচয়নে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি, যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি উপলদ্ধি করেছি, এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল।’

তিনি বলেন, ‘আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি। বাংলাদেশের আইন-আদালত ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং অনস্বীকার্য।’

তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যে কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে, আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।’

বরিশাল প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিএনপি, আইনজীবী ও গণমাধ্যম প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাবুগঞ্জের কেদারপুরে দেওয়া বক্তব্যের একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা আইনজীবী সমাজে সমালোচনার জন্ম দেয়। পরে ঘটনাটি নিয়ে অনুতাপ প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ।

আমাদের সময়/আরআর