নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। সারাদেশে এখন নির্বাচনের আমেজ বিরাজমান।’
নেত্রকোনা সার্কিট হাউস হলরুমে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টায় জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, ‘জুলাই সনদ স্বাক্ষর, প্রশাসনের সংস্কারসহ নানাবিধ উন্নয়নে বর্তমান অন্তুর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্তিতির উন্নতি, চোরাচালানরোধ, অস্ত্র-মাদক উদ্ধারে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট সরকারের দোসরেরা ফেব্রুয়ারি মাসের নির্বাচন চান না। তারা একের পর এক গুজব ছড়াচ্ছেন। আগামীর নির্বাচিত সরকারগুলো শত বছর দেশ পরিচালনার দায়িত্ব পালন করে যাবেন।’
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। বাংলাদেশের প্রতিটি এলাকায় গনগণের মধ্যে এখন নির্বাচনের আমেজ বিরাজ করছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এদিন মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজুসহ সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকপ্রধান উপদেষ্টার প্রেস সচিব।
মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রীধারীদের দ্রুত নিয়োগ প্রদানের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করলে সেটি তিনি উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। সবশেষে শহরের মগড়া নদীর পাড়ে জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের পথে রওয়ানা করেন তিনি।
আমাদের সময়/আরআর