ফিলিপাইনের পর এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
ভিয়েতনামে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন কালমায়েগি। এর আগে টাইফুনের তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এটি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়ে এই ঝড়। কালমেগির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভিয়েতনামের গিয়া লাই প্রদেশে। ঝড়ের তীব্র বাতাস ও বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ শত শত ফ্লাইট বাতিল করতে এবং ছয়টি বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ১৪৯ কিলোমিটার বেগের এই ঝড়ে হতাহতদের উদ্ধার করতে দুই লাখ ৬০ হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ভিয়েতনামে গত কয়েকদিন ধরেই অতিবৃষ্টি এবং বন্যায় বিপর্যস্ত হয়ে আছে। এরমধ্যে এ বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানল দেশটিতে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস