নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৫, ১০:৩৪
শেয়ার :
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ঠে সড়ক নির্মাণ শ্রমিক নিহত, দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় মুক্তারপুর পঞ্চবটি রোডে নির্মার্ণধীন উড়াল সড়কের কাজ করার সময় বিদুৎস্পৃষ্ঠে ৪ শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় বলে জানা গেছে। 

জানা গেছে, নিহতের নাম মো. ইয়াসিন আরাফাত বাবু (২৮)। তিনি ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জের আবু কালামের ছেলে। এ ঘটনায় দগ্ধ ৩ জনকে চিকিৎসার জন্য রাতেই জাতীয় বার্ণ ইনস্টিটিউট নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন রবিউল (২২), জমির আলী (২৩) ও ইমরান (২২)।  

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নির্মাণাধীন ব্রিজে ৪ জন রড টেনে ওপরে তুলছিলেন। এসময় বৈদুতিক তারে লেগে বিদুৎস্পৃষ্ঠ হন ৪ জন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসিনের।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়নি। আপনার কাছ থেকেই শুনলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।’

ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার সময় ঘটনাটি ঘটে। আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠাই। ঘটনাস্থলে একজনকে মৃত পাওয়া যায়। বাকি ৩ জনকে ঢাকায় পাঠানো হয়।’

আমাদের সময়/ আরআর