মুক্তি পেল মাইকেলের টিজার
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা মাইকেল। ছবিটি নির্মাণ করেছেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা অ্যান্টোন ফুকা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) লায়ন্সগেট প্রকাশ করেছে এর টিজার।
এই সিনেমায় কিংবদন্তি সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফার জ্যাকসন। ট্রেলারের শুরুতেই দেখা যায়, মাইকেল স্টুডিওতে বসে আছেন বিখ্যাত সংগীত পরিচালক কুইন্সি জোন্স-এর সঙ্গে। কুইন্সি বলছেন, ‘তুমি অনেকদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছ। ট্র্যাক তৈরি, গান প্রস্তুত—চলো, শুরু করি।’ এরপর পর্দায় ভেসে ওঠে মাইকেলের শৈশব, তার অসাধারণ পারফরম্যান্স আর অবিস্মরণীয় সংগীত ভিডিওর দৃশ্য। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সেই চিরচেনা হিট গান ‘ওয়ানা বি স্টার্টিন সামথিন’।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ছবিতে আরও অভিনয় করেছেন কলম্যান ডমিঙ্গো, নিয়া লং, জেসিকা সুলা, লরেঞ্জ টেট, লরা হ্যারিয়ার এবং সংগীত তারকা ডায়ানা রসের চরিত্রে দেখা যাবে ক্যাট গ্রাহামকে। ২০২৬ সালে মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট