নেতাকে দেখতে নদীতে সাঁতরে ছুটলেন কর্মীরা
রাজনীতির জন্য কর্মীদের ভালোবাসা একটি বড় পাওয়া। কর্মীদের ভালোবাসা একজন রাজনীতিবিদকে জনগণের আস্থা ও সম্মান অর্জনে সহায়তা করে, যা তার কাজের সবচেয়ে বড় অর্জন হিসেবে বিবেচিত হয়। কর্মীদের ভালোবাসা ও সমর্থন রাজনীতিকে আরও শক্তিশালী এবং তাদের অনুপ্রাণিত করে।
রাজনীতিতে এমন অনুপ্রাণিতের এক ঘটনা ঘটল হাওরের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে। মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা মাহবুবুর রহমানকে একনজর দেখতে সাঁতরে ছুটে গেলেন তার নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার হাওরের রিভারভিউ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
সাঁতার কেটে নেতাকে দেখতে যাওয়ার সময়ের করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে ধর্মপাশা থেকে স্পিডবোটযোগে নৌপথে জামালগঞ্জ পৌঁছান জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা মাহবুবুর রহমান। ঘাটের কাছাকাছি পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হতে থাকেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষজন। এসময় ১০-১২ জন সমর্থক নদীতে কোন নৌকা বা স্পিডবোট না পেয়ে সাঁতার কেটে নদী পার হন। সাক্ষাত পেতে মাহবুবুর রহমানের কাছে পৌঁছান। সেসময় ‘দেশনায়ক তারেক রহমান’ ও ‘মাহবুব ভাই’ স্লোগানে পরিবেশ মুখর হয়ে ওঠে।
হাজারো মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে মাহবুবুর রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি। আপনাদের ভালবাসা কোনদিন ভুলব না।’
তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা আমি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। এলাকাবাসী আমার আগমনের খবর পেয়ে ভালোবাসা জানাতে ছুটে এসেছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
আমাদের সময়/আরআর