মামদানির টিমের নেতৃত্ব দেবেন ৫ নারী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ২২:৩৮
শেয়ার :
মামদানির টিমের নেতৃত্ব দেবেন ৫ নারী

নির্বাচনী প্রচারের শুরু থেকেই আলোচনায় নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। জয় পেয়েই সিটি হলে নিজের টিম নিয়োগ দিয়েছেন তিনি। আর সেই দলের সবাই নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

জয়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জোহরান মামদানি। বুধবার নিউইয়র্ক সিটির কুইন্স বরোর ফ্লাশিং মিডোস করোনা পার্কের তার টিমের পাঁচ নারীর নাম ঘোষণা করেন। তারা হলেন- লিনা খান, মারিয়া টরেস স্প্রিঞ্জার, গ্রেস বনিলা, মেলানি হার্টজগ ও এলানা লিওপোল্ড।

সংবাদ সম্মেলনে জোহরান মামদানি বলেন, ‘প্রচারণার কবিতা শেষ হতে পারে, কিন্তু শাসনব্যবস্থার সুন্দর গদ্য সবেমাত্র শুরু হয়েছে।’

জোহরান মামদানি সাবেক সহ-সভাপতি পদে নিয়োগ দিয়েছেন ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারপারসন লিনা খান, নিউইয়র্ক সিটির সাবেক প্রথম ডেপুটি মেয়র মারিয়া টরেস স্প্রিংগার, ইউনাইটেড ওয়ে অফ নিউইয়র্ক সিটির প্রধান গ্রেস বনিলা, স্বাস্থ্য ও মানবসেবার সাবেক ডেপুটি মেয়র মেলানি হার্টজগ ও রাজনৈতিক পরামর্শদাতা এলানা লিওপোল্ডকে।

গত মঙ্গলবার নিউইয়র্কের মেয়র পদে নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি। তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দুই লাখ বেশি ভোট পান। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ মেয়র নির্বাচিত হন। এর আগে ১৮৯২ সালে নিউইয়র্ক প্রথম কনিষ্ঠ মেয়র পেয়েছিল। নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র মামদানি।