প্রেসক্রিপশনে অনিবন্ধিত ওষুধ নিষিদ্ধে নীতিমালা প্রণয়নের সুপারিশ

অনলাইন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ২১:৫১
শেয়ার :
প্রেসক্রিপশনে অনিবন্ধিত ওষুধ নিষিদ্ধে নীতিমালা প্রণয়নের সুপারিশ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকদের ব্যবস্থাপত্রে অনিবন্ধিত এবং অননুমোদিত ওষুধ লিখলে শাস্তির বিধান রেখে নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের কাছে দেওয়া এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

বিএমইউ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহু চিকিৎসক তাদের ব্যবস্থাপত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) কর্তৃক অননুমোদিত ও অনিবন্ধিত ওষুধ লিখে আসছেন। ফলে রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

বিএমইউর মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হেনা চৌধুরীকে প্রধান করে সম্প্রতি একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে সদস্য হিসেবে আছেন ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান ডা. ইলোরা শারমিন, উপ-রেজিসন্ট্রার (আইন) ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। কমিটির সদস্য সচিব সহকারী পরিচালক (আইন) অ্যাডভোকেট তানিয়া আক্তার।

কমিটি জানায়, বর্তমানে কিছু চিকিৎসকের প্রেসক্রিপশনে অনিবন্ধিত ওষুধ, ভিটামিন, মিনারেলস বা হেলথ সাপ্লিমেন্ট ব্যবহারের তথ্য পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে শাস্তির ধরন বা নীতিমালা এখনো স্পষ্ট নয়। তাই ওষুধ ও কসমেটিকস আইন-২০২৩ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর সাথে সামঞ্জস্য রেখে স্পষ্ট নীতিমালা ও শাস্তির বিধান প্রণয়ন করার সুপারিশ করা হয়।

এছাড়া বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিদেশ থেকে আমদানি হওয়া ভিটামিন ও সাপ্লিমেন্টস বাংলাদেশ ওষুধ প্রশাসন বা বিএসটিআই পর্যালোচনা করে অনুমোদন দেয় কি না—এ তথ্যও যাচাই করার প্রয়োজন রয়েছে বলে মত দেয় কমিটি।

চিকিৎসকদের সচেতন করার জন্য সুপারিশে বলা হয়—

অনিবন্ধিত ওষুধ না লেখার বিষয়ে লিফলেট, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন; হাসপাতালের ইনডোর, আউটডোর ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন; প্রত্যেক বিভাগে চিঠি পাঠিয়ে চিকিৎসক ও রেসিডেন্টদের সতর্ক ও সচেতন করা; ওষুধ প্রশাসনের নিবন্ধিত ওষুধের তালিকা বিভাগ ও আউটডোর ইউনিটে সরবরাহ করা।

এছাড়া চিকিৎসকরা সহজে নিবন্ধিত ওষুধ যাচাই করার জন্য https://dgda.portal.gov.bd  এবং https://www.dgdagovt.info ওয়েবসাইট ব্যবহারে আইটি সাপোর্ট প্রদানের সুপারিশও করা হয়েছে।