প্যাথলজি টেস্টের নিশ্চয়তায় বাংলাদেশে মনিপাল ট্রুটেস্ট
প্রতিবেশী দেশ হিসেবে অত্যাধুনিক ও নিখুঁত প্যাথলজি টেস্টের সেবা প্রদান করতে বাংলাদেশে কার্যক্রম শুরু করছে মনিপাল ট্রুটেস্ট। এটি ভারতের গত ৭০ বছর ধরে বিশ্বস্ত মনিপাল গ্রুপের একটি প্রতিষ্ঠান।
কৌশলগত ভৌগোলিক সম্প্রসারণের অংশ হিসেবে এবং প্রতিবেশী দেশে দক্ষ প্যাথলজি টেস্টের সেবা নিশ্চিত করার পাশাপাশি অত্যাধুনিক অনকো-ডায়াগনোসিস, নন-ইনভ্যাসিভ প্রিনাটল টেস্টিং (এনআইপিটি), নেক্সট-জেনারেশন সিকুয়েন্সিং (এনজিএস) এবং ইনফেকশন টেস্টিং সেবা পৌঁছে দেওয়াই কোম্পানিটির লক্ষ্য।
এ দেশে ক্যানসার স্ক্রিনিং এবং ইনফেকশন টেস্টিংয়ের ওপর বিশেষ দৃষ্টি দেবে বলে জানিয়েছে কোম্পানিটি। গত কয়েক বছর ধরে প্রাণঘাতী সংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ইনফেকশন টেস্টিংয়ে গুরুত্ব দিচ্ছে তারা।
মনিপাল ট্রুটেস্ট ভারতে তিন ধরনের ডায়াগনস্টিক সেবা প্রদান করে থাকে; সেগুলো হচ্ছে রেডিওলজি, প্যাথলজি ও অনকো-ডায়াগনোসিস।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু