মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কেটে দেওয়া হলো পুরুষাঙ্গ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ২১:১২
শেয়ার :
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কেটে দেওয়া হলো পুরুষাঙ্গ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় মুর্শিদ মিয়া (৪৫) নামের একজনের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল মাদকসেবীর বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) আহত মুর্শিদ মিয়ার ভাই আসাদ মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের দাগু শাহ মাজার এলাকার পাকা ব্রিজের পশ্চিম প্রান্তে ঘটনাটি ঘটেছে।

আহত মুর্শিদ মিয়া উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামের নাদিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি কুলিয়ারচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অভিযুক্তরা হলেন- পশ্চিম তারাকান্দি গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে বাসির মিয়া (৩০), হারিছ মিয়ার ছেলে মো. ওয়াসিম (২৫), খুর্শিদ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩০), কুদ্দুছ মিয়ার ছেলে আরমান মিয়া (২৫), কেনু মিয়ার ছেলে স্বপন মিয়া (২০) এবং মজিবুর রহমানের ছেলে টুটুল মিয়া (১৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। এ বিষয়ে মুর্শিদ মিয়া তাদের বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার সন্ধ্যায় দাগু শাহ মাজারের দিকে যাওয়ার পথে পাকা ব্রিজের কাছে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে মুর্শিদ মিয়ার পথরোধ করে।

একপর্যায়ে তারা তাকে মারধর করে সঙ্গে থাকা চুরি দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। এ সময় মুর্শিদ মিয়ার সঙ্গে থাকা নগদ ১৫ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। মুর্শিদ মিয়ার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর সরকারি হাসপাতালে ভর্তি করান।

স্থানীয়দের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায়।

কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, ‘মুর্শিদ মিয়ার পুরুষাঙ্গ যেটুকু কেটেছে, সেটুকুতে আটটি সেলাই করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’