টঙ্গীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ২০:৪৮
শেয়ার :
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নুপুর (১৫) নামে দশম শ্রেণির স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রেললাইনে এই ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রী নুপুর নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার পশ্চিম নাটেশ্বর এলাকার আলমগীর হোসেনের মেয়ে বলে জানা গেছে। সে পরিবারের সঙ্গে টঙ্গী মিলগেট নামাবাজার এলাকায় বসবাস করতেন।

নুপুরের বান্ধবী লাবনী আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চার বান্ধবী ঊষা মনি, মায়া আক্তার লাবনী আক্তার ও নিহত নুপুর টঙ্গি পূর্ব থানাধীন বনমালা রেললাইন দিয়ে হেটে যাচ্ছিল, এ সময় জয়দেবপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় নুপুর গুরতর আহত হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় নুপুরকে টঙ্গী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে ফাড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সময়/আরডি