বুড়িমারী বন্দরে ক্যান্সারের ওষুধ ও সিসাসহ ভারতীয় চালক আটক

লালমনিরহাট প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ২০:৪২
শেয়ার :
বুড়িমারী বন্দরে ক্যান্সারের ওষুধ ও সিসাসহ ভারতীয় চালক আটক

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখায় ভারতীয় একটি খালি (আনলোড) ট্রাক থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি ক্যান্সারের ওষুধ ও ধাতব বস্তু সিসা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ট্রাকের চালককেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে বাংলাদেশ থেকে ভারতে ওষুধগুলো অবৈধভাবে পাচারের সময় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারতগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করে বিজিবি সদস্যরা। একপর্যায়ে ট্রাকটির ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৭২ কেজি সিসা এবং উচ্চমূল্যের ওষুধ উদ্ধার করা হয়। জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে ওসিকিন (৮০ এমজি) ১৫০০ পিস ট্যাবলেট এবং ওসিমার্ট (৮০ এমজি) ১৫০০ পিস ট্যাবলেট।

বন্দরের ব্যবসায়ীদের ধারণা, কিছু অসাধু চক্র ভারতীয় ট্রাক চালকদের যোগসাজশে দীর্ঘদিন ধরে মূল্যবান ধাতু ও ওষুধ পাচারের চেষ্টা চালিয়ে আসছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (৬১ বিজিবি, তিস্তা-২ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, জব্দকৃত ওষুধ, সিসা এবং ট্রাকের চালককে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সময়/আরডি