শিক্ষার্থীদের জন্য ভিসা কঠিন করছে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১৯:২২
শেয়ার :
শিক্ষার্থীদের জন্য ভিসা কঠিন করছে কানাডা

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা কঠিন করছে কানাডা। এক ঘোষণায় দেশটির সরকার জানিয়েছে, আগামী বছর থেকে অস্থায়ী বাসিন্দার সংখ্যা ২৫ থেকে ৩২ শতাংশ কমিয়ে আনছে তারা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার প্রথম বাজেটে দক্ষ কর্মীদের কানাডায় নিতে বিপুল অর্থ বরাদ্দ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এইচ-১বি যেসব ভিসাধারী আছেন তাদের দ্রুত সময়ে নিজেদের দেশে নিয়ে যেতে চায় অটোয়া। এরমাধ্যমে বলতে গেলে শিক্ষার্থীদের জন্য কানাডার দরজা বন্ধ হয়ে যাচ্ছে।

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা অনুযায়ী, অভিবাসী শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে দক্ষ কর্মীদের আসার ব্যবস্থা ঠিক রাখা হবে।

কানাডা আগামী বছর মাত্র ৩ লাখ ৮৫ হাজার অভিবাসী নেবে। অথচ আগে পরিকল্পনা ছিল প্রায় সাড়ে পাঁচ লাখ অভিবাসী নেওয়ার। এখন এ সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে।

আর যে ৩ লাখ ৮৫ হাজার অভিবাসী সুযোগ পাবেন তারমধ্যে শিক্ষার্থীর সংখ্যা থাকবে মাত্র ১ লাখ ৫৫ হাজার। আর অস্থায়ী কর্মীর সংখ্যা থাকবে ২ লাখ ৩০ হাজার। ২০২৭ সালে এই সংখ্যা আরও কমবে। ওই বছর মাত্র দেড় লাখ শিক্ষার্থী এবং ২ লাখ ২০ হাজার মানুষ কাজের জন্য যেতে পারবেন।