গুলিতে ১৬ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১৯:০৪
শেয়ার :
গুলিতে ১৬ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

ইকুয়েডরের বন্দরনগরী গুইয়াকিলে ঘরে বসে থাকার সময় গুলিতে নিহত হয়েছেন ইন্দিপেনদিয়েন্তে দেল ভালের যুব একাডেমির ১৬ বছর বয়সী ফুটবলার মিগুয়েল নাজারেনো। বুধবার পুলিশের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, নাজারেনো ঘরে অবস্থান করার সময় একটি পথভ্রষ্ট গুলি তার শরীরে আঘাত হানে, যা প্রাণঘাতী হয়। ক্লাবটি ইনস্টাগ্রামে এক বিবৃতিতে লিখেছে, ‘আমাদের দেশকে গ্রাস করা নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন নাজারেনো, যা প্রায় পাঁচ বছর আগে শুরু হওয়া অপরাধ প্রবণতার ধারাবাহিকতা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই কঠিন সময়ে আমরা তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।’

নাজারেনো মূলত মিডফিল্ডার ও ফরোয়ার্ড হিসেবে খেলতেন। এ বছর ইকুয়েডরে গুলিতে নিহত চতুর্থ ফুটবলার তিনি। এর আগে সেপ্টেম্বরে দ্বিতীয় বিভাগের দল এক্সাপ্রোমো কস্তার দুই ফুটবলার মাইকোল ভ্যালেন্সিয়া ও লিয়ান্দ্রো ইয়েপেজ এবং ২২ দে জুনিও ক্লাবের জোনাথন গনসালেস গুলিতে নিহত হন।

নাজারেনো ইন্দিপেনদিয়েন্তে দেল ভালের অনূর্ধ্ব–১৮ দলে খেলতেন। ইউরোপের ক্লাবগুলিতে খেলা ইকুয়েডরের জাতীয় দলের তারকা ফুটবলার ময়সেস কাইসেদো (চেলসি) ও পিয়েরো হিনকাপিয়ে (বায়ার লেভারকুসেন) এই একই ক্লাবের যুব একাডেমি থেকে উঠে এসেছেন।

২০১২১ সাল থেকে ইকুয়েডরে অপরাধপ্রবণতা ও গ্যাং সহিংসতা ক্রমবর্ধমান আকার ধারণ করেছে। দেশটিতে কলম্বিয়া ও মেক্সিকান মাদক চক্রের সঙ্গে যুক্ত অপরাধী গোষ্ঠীগুলোর কার্যক্রমও বেড়েছে, যার ফলে এমন সহিংসতার ঘটনাগুলো আরও ঘন ঘন ঘটছে।