ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, দেশ ছাড়লেন টিকটকার

বিনোদন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৫, ১৯:০০
শেয়ার :
ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস, দেশ ছাড়লেন টিকটকার
ছবি : সংগৃহীত।

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসসহ বিভিন্ন সময় নানা কর্মকাণ্ড ও মন্তব্যের জন্য সামাজিক যোগাযোগামাধ্যমে আলোচিত ও সমালোচিত পাকিস্তানের টিকটক তারকা সামিয়া হিজাব। বিভিন্ন সময় নানা বিতর্কের জন্ম দেয়া এই টিকটকার সম্প্রতি দাবি করেছেন―পাকিস্তানি জাতির চিন্তাভাবনার জন্য দিন দিন তার পোশাক ছোট হচ্ছে।

দেখা যায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সামিয়া হিজাবের। সেখানে তাকে বলতে দেখা গেছে, নিজ দেশের জনগণের বিচারধারা ও সরকারের আচরণের জন্য দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন তিনি।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কিছুদিন আগে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায় তার। এরপর থেকেই সে কটাক্ষের শিকার হতে থাকেন। সম্প্রতি এক ভিডিওতে এই টিকটকার বলেন, দেশের মানুষের মানসিকতার প্রতি হতাশা প্রকাশ করতে দেখা গেছে। তিনি জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের পছন্দের পরিবর্তন হয়, তাহলে এর জন্য তিনি দোষী নয়। এটি জাতির দোষ।

সামিয়া হিজাব বলেন, সংকীর্ণমনা চিন্তাভাবনা পাকিস্তানে আমার জীবনকে বেশ কঠিন করে তুলেছে। সরকার ও সমাজ উভয়ের কাছ থেকেই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। সরকার ও জনগণ এক, ভেতরে সবাই এক।

এছাড়া এ তরুণী তার পরিস্থিতিকে আলোচিত ইউটিউবার রজব বাটের সঙ্গেও তুলনা করেছেন। কয়েক মাস আগেই এ ইউটিউবার পাকিস্তান ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন। তার সঙ্গেও এ ধরনের আচরণ হয়েছিল। তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল বলে জানিয়েছিলেন টিকটকার।

তার ভাষ্যমতে―তিনি ও রজব বাট দু’জনই ক্রমাগত নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের পরিবার থেকে দূরে বসবাস করছেন। মানসিক ও সামাজিক চাপের জন্য তাকেও পাকিস্তানের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে বলে মতামত সামিয়া হিজাবের।

এ টিকটক তারকা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আছেন তিনি। সেখান থেকেই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি ও ভিডিও শেয়ার করছেন। তবে টিকটক অ্যাকাউন্টটি প্রাইভেট করা হয়েছে। তিনি বর্তমান অবস্থান জানালেও এটি নিশ্চিত করেননি যে, এখন তিনি ভ্রমণের জন্য সেখানে থাকছেন, নাকি স্থায়ীভাবে থাকছেন।

আমাদের সময়/কেইউ