রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ১৬:১২
শেয়ার :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পরিত্যাক্ত একটি কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে পদ্মা নদীর পাশে স্তূপ করে রাখা কাঠের সরঞ্জামাদিতে এই আগুনের সূত্রপাত ঘটে।

তাৎক্ষণিক খবর পেয়েই পার্শ্ববর্তী রূপপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এই আগুন লেগেছে, সেবিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আমাদের সময়/এফএম