স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রী পারভীন চৌধুরী এবং ছেলে রাশেদুল ইসলামের নামীয় ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
হিসাবগুলোর মধ্যে মায়ার ১৬টি, পারভীনের ৩৬টি ও রাশেদুলের ২৯টি ব্যাংক হিসাব। দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন এই আবেদন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে দেশের বাইরে গমন করে আত্মত্মগোপনের সম্ভবনা রয়েছে।
অনুসন্ধানটি চলমান অবস্থায় যাতে আত্মসাৎকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত না হতে পারে। তার পরিপ্রেক্ষিতে ৮১টি ব্যাংক হিসাব মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ১০ ও ১৪ বারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর ১৮ ধারার বিধানমতে অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আমাদের সময়/জেএইচ