রোগী বেশে হাসপাতালে দুদক কর্মকর্তা, প্রমাণ মিলল নানা অনিয়মের

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ১৫:২৬
শেয়ার :
রোগী বেশে হাসপাতালে দুদক কর্মকর্তা, প্রমাণ মিলল নানা অনিয়মের

সরকারি হাসপাতালে ওষুধ কিনতে টাকা, চিকিৎসা নিতেও টাকা নেওয়া হয়-এমন অসংখ্য অভিযোগের ভিত্তিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের কাউকে পাওয়া যায়নি, পাশাপাশি অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অসঙ্গতির প্রমান পেয়েছে দুদক।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক ঢাকা অঞ্চল-২ এর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আরিফ আহমদের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট দল এ অভিযান পরিচালনা করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আরিফ আহমদ বলেন, ‘আমরা সকাল থেকে সাধারণ মানুষ হিসেবে রোগী বেশে হাসপাতালে আসি। এ সময় হাসপাতালে ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের নানা অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিত, দায়িত্ব অবহেলা এবং হাসপাতালের ইনডোর ও আউটডোরের অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়ম আমাদের চোখে পড়েছে। বিষয়গুলো আমরা আমলে নিয়েছি, আমরা বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আমাদের সময়/আরডি