‘আমি অনেক কিছু বলে দেব’
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি। সিনেমাটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজের অভিজ্ঞতা ও চরিত্র নিয়ে প্রশ্ন না করার অনুরোধ করেন পরী। জানান, ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন।
পরীমণির কথায়, ‘ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে “ডোডোর গল্প” রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড।’
সিনেমার প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। বলেন, ‘প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সব থেকে দারুন ব্যাপার আমার জন্য।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘ডোডোর গল্প’র অভিজ্ঞতা তার সারা জীবন মনে থাকবে উল্লেখ করে পরী জানান, সিনেমার কাজ তিনি দুই বছর আগে শেষ করলেও, এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে।
পরী বলেন, ‘বয়সের একটা জার্নি দেখানো হয়েছে। একদম টিনেজ বয়স থেকে। আমি মনে হয় ৫০ বছরের উপরেও যেই লুকটা হয়, এখানে সেরকম একটা লুক দিয়েছি। ওই লুকটা দেখার জন্য বেশ এক্সাইটেড যে, কখন এই লুকটা আসবে এবং সিনেমার অ্যান্ড পার্ট।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে পরীমণি কিছুটা রহস্যময় ভঙ্গিতে বলেন, ‘প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেব।’
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’