‘আমি কাউকে দোষ দিচ্ছি না’
গেল বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হন মাসুমা রহমান নাবিলা। শাকিব খান অভিনীত সিনেমাটি প্রেক্ষাগৃহেও ঝড় তুলেছিল। এরপরই কথা রটে- সিনেমাটির সিক্যুয়েল আসছে। দর্শকরা এখন অপেক্ষায় আছে ‘তুফান ২’ দেখার।
এদিকে সিনেমা প্রশংসিত হলেও চরিত্রের ব্যাপ্তি নিয়ে আক্ষেপ আছে নাবিলার। তাই ‘তুফান ২’তে আরও সতর্ক থাকতে চান তিনি। অভিনেত্রীর কথায়, ‘তুফান একটি ভালো সিনেমা। সুন্দরভাবে দর্শক এটা গ্রহণ করেছে। “তুফান ২” সিনেমায় অভিনয়ের জন্য তাই মুখিয়ে আছি। তবে আরেকটু সতর্ক থাকব, যাতে নিজের চরিত্রটিকে আরও স্টাবলিশ করা যায়। আরও ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করা যায়।’
‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন দুই নায়িকা। নাবিলার সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। নাবিলা অভিনয় করেছেন কস্টিউম ডিজাইনার জুলি চরিত্রে। তার অভিনয় প্রশংসিত হলেও, চরিত্রের ব্যাপ্তি ছিল কম। নাবিলা জানান, সময়স্বল্পতার কারণে তার অংশের বেশ কিছু দৃশ্যের শুটিং হয়নি। তবে পরবর্তী পর্বে নিজের চরিত্র নিয়ে আরও সচেতন হতে চান অভিনেত্রী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নাবিলা বলেন, ‘চিত্রনাট্যে আমার চরিত্রটি যেভাবে ছিল, শুটিং সেভাবে হয়নি। আমি কাউকে দোষ দিচ্ছি না। সময়টা খুব কম ছিল। আমার অংশের শুটিং শেষে হয়েছিল। প্রথম অংশ অনেক সময় নিয়ে করার ফলে শেষ দিকে কম সময় পাওয়া গেছে। প্রযোজকের দিক থেকে নানা রকম রেসট্রিকশন থাকে, বাজেটের বিষয় থাকে। এসব কারণেই আমার অংশের বেশ কিছু দৃশ্যের শুটিং করা যায়নি। তাই দিনশেষে মন খারাপের একটা জায়গা থেকেই যায়।’
অন্যদিকে, ‘বনলতা সেন’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করেছেন নাবিলা। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে আরও অভিনয় করেছেন খায়রুল বাসার, সোহেল মণ্ডল প্রমুখ। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নাবিলা এখন ব্যস্ত আছেন উপস্থাপনায়। গতকাল থেকে তার সঞ্চালনায় প্রচার শুরু হয়েছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘স্টারশিপ ফিউশন কিচেন’। এর প্রতি পর্বে নাবিলার সঙ্গে যোগ দেবেন দেশ-বিদেশের দুজন রন্ধনশিল্পী।
আমাদের সময়/ এসএ
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’